Right Form of Verbs: Rules, Examples & Exercise

বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহজ ও সাবলীলভাবে Right form of verbs rules, examples এবং exercise দেয়া হল। আশা করছি প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ থেকে উপকৃত হবে।

নিচের বাক্যগুলো পড়ঃ
I go to school.
I went to school yesterday.
He goes home.

বাক্যগুলোতে প্রয়োজন অনুসারে একই verb ‘go’ -এর বিভিন্ন রূপ ব্যবহৃত হয়েছে। প্রথম বাক্যটিতে go -এর স্থলে goes, দ্বিতীয় বাক্যে went এর স্থলে go, তৃতীয় বাক্যে goes এর স্থলে go ব্যবহার করলে বাক্য সঠিক হত না।

সঠিক স্থানে সঠিক verb টি এবং তার সঠিক রূপ (form) টি বসাতে হয়। আর কোন স্থানে কোন verb -এর কোন রূপ বা form ব্যবহার হবে তার জন্য কিছু নিয়ম (Rule) রয়েছে যা Right form of verb rules নামে পরিচিত।

Right form of verb rules

Right form of verbs -এর নিয়ম কানুন ও ব্যবহার উদাহরণসহ নিম্নে ব্যাখ্যা করা হলঃ

Rule – 1

বাক্যের subject যদি third person ও singular number হয় তাহলে present indefinite tense-এ verb এর সাথে s/es যোগ হয়। কিন্তু অন্য কোন tense -এর ক্ষেত্রে এরূপ হয় না। যেমনঃ
⏩ He eats rice.
⏩ Jerin sings a song.

উপরের বাক্যগুলোতে He এবং Jerin হচ্ছে third person s ingular number, তাই verb -এর সাথে s/es যোগ হয়েছে। কিন্তু third person হয়েও subject গুলো যদি plural number হত তাহলে verb -এর সাথে s/es যোগ হত না। যেমনঃ
⏩ They eat rice.
⏩ Jerin and Jinia sing a song.

আবার subject যদি singular number হয়েও first বা second person -এর হয় তাহলে ঐ tense এ verb -এর সাথে s/es যুক্ত হয় না। যেমনঃ
⏩ I eat rice. (eats নয়)
⏩ You go there. (goes নয়)

Rule – 2

Present indefinite tense -এর বাক্যের subject third person ও singular number হলেও বাক্যটি যদি negative হয় তাহলে তাতে does not ব্যবহৃত হয় এবং তখন verb -এর সাথে s/es যোগ হয় না। যেমনঃ
⏩ He goes to school. (affirmative)
⏩ He does not go to school. (Negative)

⏩ Mahfuj makes a basket. (affirmative)
⏩ Mahfuj does not make a basket. (Negative)

এখানে verb -এর s/es do -এর সাথে যুক্ত হয়ে does-এ পরিণত হয়েছে।

Rule – 3

Past tense অথবা future tense হলে verb -এর শেষে s/es যোগ হবে না। তখন সেই tense এর structure অনুযায়ী verb বসবে। যেমনঃ
⏩ He went to school
⏩ He will go to school.

Rule – 4

Model auxiliary verb যেমন can, could, may, might, shall, should, will, would, ought to, need, have to, must, etc. -এর পরে verb -এর present form বসে এবং verb এর সাথে কোন কিছু যোগ হয় না। যেমনঃ
⏩ I shall go to the school.
⏩ You must come home.
⏩ He can do the work.
⏩ She should study here.

Rule 5

বাক্যটি যদি universal truth (চিরন্তন সত্য) হয়, habital fact (অভ্যাসগত কাজ) বোঝায় তাহলে present idefinite tense হবে। যেমনঃ
⏩ The sun rises in the east.
⏩ Ice floats on water.

Rule – 6

yesterday, ago (আগে), last week (গত সপ্তাহ), last month/year, day before yesterday (গত পরশুদিন), ইত্যাদি word বাক্যে ব্যবহৃত হয়ে যদি কাজটি ঐ সময়ে ঘটেছিল এরূপ বুঝায় তাহলে verb এর past form ব্যবহৃত হয়। বাংলা বাক্যটিতে verb -এর রূপ present -এর মত মনে হলেও ইংরেজীতে verb এর past form ব্যবহার করতে হয়। যেমনঃ
Father came home yesterday. (বাবা গতকাল বাড়ি এসেছেন)

এখানে বাংলায় ‘এসেছিলেন’ ব্যবহৃত না হয়ে ‘এসেছেন’ ব্যবহৃত হয়েছে। এতে মনে হতে পারে যে বাক্যটি present perfect tense -এর। কিন্তু yesterday শব্দটির উল্লেখ থাকায় একে অবশ্যই past tense -এর ধরে নিতে হবে।
⏩ Incorrect: Father has come home yesterday.
⏩ Correct: Father come home yesterday.

⏩ Incorrect: She has bought the book last week.
⏩ Correct: She bought the book last week.

⏩ Incorrect: I have seen him long ago.
⏩ Correct: I saw him long ago.

Rule – 7

অনেকক্ষণ ধরে একটি কাজ চলছে এরূপ বুঝাতে for এবং অনেক আগের কোন মুহূর্ত থেকে একটি কাজ চলছে এই অর্থে since ব্যবহৃত হলে তার পূর্ববর্তী verb -এর present perfect continuous tense হয়। যদি verb না থেকে কোন adjective থাকে তাহলে তার পূর্বে have been/ has been (present perfect tense) বসে। এক্ষেত্রে verb হল “be” যার past participle “been” ব্যবহৃত হয়। যেমনঃ

⏩ Incorrect: He is ill for two months.
⏩ Correct: He has been ill for two months.

এখানে verb হল ‘be’ (is) এবং তার পরে adjective ব্যবহৃত হয়েছে।

⏩ Incorrect: It is raining for two hours.
⏩ Correct: It has been raining for two hours.
⏩ Incorrect: She is studying in this school since 2018.
⏩ Correct: She has been studying in this school since 2018.

Rule – 8

Since -এর দুই পাশে যদি দুইটি clause থাকে, অর্থাৎ since দ্বারা যদি দুইটি clause যুক্ত হয় তাহলে তার আগের clause টির verb হয় present indefinite কিংবা present perfect tense -এর এবং তার পরের clause টির verb হয় past indefinite tense -এর। যেমনঃ
⏩ Incorrect: Ten years passed since he has left the village.
⏩ Correct: Ten years have passed since he left the village.

এখানে since -এর আগের clause টিতে verb -এর present perfect tense (have passed) ব্যবহৃত হয়েছে এবং পরের clause টিতে verb এর past tense (left) ব্যবহৃত হয়েছে।

Rule – 9

Since যখন adverb হিসেবে ব্যবহৃত হয় তখন এটি কোন clause কে যুক্ত করে না। তখন এর পরে কোন noun বা noun equivalent বসে না; একাকী ব্যবহৃত হয়। এরূপভাবে since ব্যবহৃত হলে তার আগে একটি adverb of time বসে এবং since = ago (আগে) এরূপ অর্থ প্রধান করে।

এক্ষেত্রে since -এর পূর্ববর্তী verb এর past indefinite tense হয়। যেমনঃ
⏩ Incorrect: I have seen him long since.
⏩ Correct: I saw him long since. (আমি অনেক আগে তাকে দেখেছিলাম।)
এখানে since -এর আগে adverb of time ‘long’ বসেছে।

Rule – 10

Past indefinite tense এর affirmative sentence -এ verb এর past রূপ ব্যবহৃত হয়। যেমনঃ
I ate rice.
এখানে eat-এর past form ‘ate’ ব্যবহৃত হয়েছে। কিন্তু বাক্যটি যদি negative হয় তাহলে verb এর আগে did not বসে এবং তখন verb এর present রূপ ব্যবহৃত হয়, past রূপে নয়। যেমনঃ
⏩ I ate rice. – affirmative
⏩ I did not eat rice. – negative

⏩ Incorrect: I did not went.
⏩ Correct: I did not go.

আবার বাক্যটি যদি interrogative হয় তাহলে did চলে আসে subject এর আগে এবং মূল verb এর present রূপই ব্যবহৃত হয়। যেমনঃ
⏩ I ate. – affirmative
⏩ I did not eat. – negative
⏩ Did I eat? – interrogative

Negative-interogative sentence -এর ক্ষেত্রেও verb -এর present রূপ ব্যবহৃত হয়। যেমনঃ
⏩ Did I not eat? – neg.-interrogative

⏩ Incorrect: Did he not ate rice?
⏩ Correct: Did he not eat rice?

Note: Did he not এভাবে ব্যবহার না করে যদি সংক্ষেপে didn’t ব্যবহার করা হয় তবে not subject এর আগে চলে আসে। যেমনঃ
Didn’t he eat rice?

Rule – 11

Continuous tense -গুলোর verb + ing -এর আগে be verb বসে। বিভিন্ন continuous tense -এ be verb এর বিভিন্ন রূপ ব্যবহৃত হয়। যেমনঃ

⏩ Present Continuous: am, is, are
⏩ Present perfect continuous: (have) been, (has) been
⏩ Past continuous: was, were
⏩ Past perfect continuous: (had) been
⏩ Future continuous: (will) be, (shall) be
⏩ Future perfect continuous: (will have) been, (shall have) been.

Examples:
⏩ I am eating rice. (present cont.)
⏩ He is eating rice. (present cont.)
⏩ They are eating rice. (present cont.)
⏩ I have been eating rice for 10 minutes. (present perf. cont.)
⏩ He has been eating rice for 10 minutes. (present perf. cont.)
⏩ I was eating rice. (past cont.)
⏩ We/ they were eating rice. (past cont.)
⏩ I had been eating rice. (past perf. cont.)
⏩ I/ We shall be eating rice. (future cont.)
⏩ They will be eating rice. (future cont.)
⏩ I/ We shall have been eating rice. (future perfect cont.)
⏩ They/ He will have been eating rice. (future perfect cont.)

Rule – 12

Passive voice -এর (verb-এর) past participle -এর আগে সব সময়ই be-verb ব্যবহৃত হয়। যেমনঃ
⏩ Active: I eat a mango.
⏩ Passive: A mango is eaten by me.
⏩ Active: He will do it.
⏩ Passive: It will be done by him.
⏩ Active: Help him.
⏩ Passive: Let him be helped.

Rule – 13

Bofore মানে হল “আগে”। এর আগে verb এর past perfect tense (had + verb -এর past participle) বসে। আবার after মানে “পরে”। এর পরে past perfect tense (had + verb এর past participle বসে। যেমনঃ

⏩ Before (আগে) – The patient had died before the doctor came.
⏩ After (পরে) – The patient died after the doctor had came.

Rule – 14

বর্তমানে কোন কাজ সম্পন্ন হয়েছে এরূপ অনুমান (deduction) বুঝালে তখন verb -এর future perfect tense হয়। যেমন –
সে হয়ত এতক্ষণে খুলনা পৌঁছে গেছে। (He will have reached Khulna by this time.)

এখানে by this time -দ্বারা বর্তমান কাল বুঝাচ্ছে। অথচ verb -এর future perfect tense ব্যবহৃত হল। তার মানে এই নয় যে কাজটি future এর, অনুমান প্রকাশ করতে গেলে future perfect tense এরূপে বর্তমানকে বুঝাতে পারে।

Rule – 15

করতাম, খেতাম, যেতাম ইত্যাদি verb এর ‘তাম’ অংশটুকুর দিকে মনোযোগ দাও। এই ‘তাম’ বুঝানোর জন্য would (verb -এর আগে) ব্যবহৃত হয়। তবে কাজটি বুঝাবে কোন অতীতকালের প্রতিজ্ঞা, অনিয়মিত অভ্যাস। এক্ষেত্রে use to ব্যবহৃত হতে পারে।

⏩ I requested him to help me but he would not. (প্রতিজ্ঞা)
⏩ In his boyhood, he would swim in the river.

কিন্তু নিয়মিত অভ্যাস বুঝাতে would ব্যবহৃত হয় না। তখন verb এর past indefinite tense ব্যবহৃত হয়। যেমনঃ
⏩ Incorrect: I would work in this firm.
⏩ Correct: I worked in this firm.

Rule – 16

Lest দ্বারা দুটি clause যুক্ত হলে পরবর্তী clause এর verb এর আগে should বসে। ঐ verb টির negative রূপ ব্যবহার করা যায় না। যেমনঃ
⏩ Incorrect: Work hard lest you will fail.
⏩ Correct: Work hard lest you should fail.
⏩ Incorrect: Work hard lest you should not fail.
⏩ Correct: Work hard lest you should fail.

Rule – 17

অতীতকালের সম্ভাবনা প্রকাশ করতে (এরকম হতে পারত বা ঘটত – ইত্যাদি।) would have + verb এর past participle ব্যবহৃত হয়। যেমনঃ

If you had not helped me, I would have failed in the examination. (তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আমি পরীক্ষায় ফেল করতাম।)

Rule – 18

অতীতকালে কোন কাজ ঘটেছে, এরূপ নিশ্চিত অনুমান বুঝাতে must have + verb এর past participle ব্যবহৃত হয়।

He didn’t go to school yesterday, He must have been ill. (সে গতকাল স্কুলে যায়নি, নিশ্চয়ই সে অসুস্থ হয়ে থাকবে।)

Rule – 19

কোন কামনা (wish, desire) বুঝাতে subject এর আগে may বসে। এমন বাক্যটিকে বলে optative sentence. যেমনঃ

⏩ May Allah bless you. (আমরা খাই যেন আমরা বাঁচতে পারি। = আমরা বাঁচার উদ্দেশ্যে খাই।)

⏩ She studied hard so that she might pass. (সে কঠোরভাবে পড়াশোনা করেছিল যেন সে পাশ করতে পারে। = সে পাশ করার উদ্দেশ্যে কঠোর পড়াশোনা করেছিল।)

Note: উদ্দেশ্য বুঝাতে যখন may/might ব্যবহৃত হয় তখন তার আগে that, so that, in order that ইত্যাদি বসে।

Rule – 20

কোন উদ্দেশ্যে কোন কাজ করা বুঝালে ঐ উদ্দেশ্যটি যে verb টি দ্বারা প্রকাশিত হয় তার আগে present tense -এ may এবং past tense -এ might বসে। যেমনঃ
We eat that we may live.

Rule – 21

As if, as though দ্বারা দুইটি clause যুক্ত হলে প্রথম clauseটির verb present tense এর হলেও পরবর্তী clause টির verb -এর past indefinite tense হয়। যেমনঃ

He talks as if (= as though, যেন) he were (was নয়) mad.
(সে পাগলের মত কথা বলে। = সে (এমনভাবে) কথা বলে যেন সে একজন পাগল।)

Rule – 22

No sooner had + Past indefinite tense
Scarcely had + …. past indefinite tense
Hardly had + ….. past indefinite tense
এভাবে ব্যবহৃত হয়। যেমনঃ

⏩ No sooner had I reached the station than the train left. (past)
(আমি স্টেশনে পৌছতে না পৌছতেই ট্রেন ছেড়ে দিল।)

⏩ Scarcely had I reached the station when the train left.
⏩ Hardly had I reached the station when the train left.

Rule – 23

After দ্বারা দুইটি clause যুক্ত হলে আগের clause টির verb present বা future tense -এর হলেও পরের clause টির verb হবে present perfect tense -এর have/has + V (p.p) যেমনঃ

Jerin will swim (future) after she has changed (present perfect) her dress.
(পোশাক পরিবর্তন করার পর জেরিন সাঁতরাবে।)

Right Form of Verbs Exercise with Answer

এখানে Right form of verb exercise -এর জন্য কিছু কুইজ দেয়া হল যা SSC এবং HSC students -দের English grammar অনুশীলনে উপকারে আসবে।

Right Form of Verbs Quiz – 1
Right Form of Verbs Quiz – 2
Right Form of Verbs Quiz – 3

আশা করছি তোমরা যারা right form of verbs exercise for SSC with answer অথবা right form of verbs exercise for HSC লিখে অনুসন্ধান চালাচ্ছিলে তাদের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি।

তোমরা যদি অনুশীলনের জন্য আরও কুইজ চাও তবে আমাদেরকে কমেন্ট করে জানাও। আমরা আরও কুইজ যোগ করার চেষ্টা করব। ধন্যবাদ।

Leave a Comment