Learn Parts of Speech in Bangla. বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য Parts of Speech Bangla -তে ব্যাখ্যা করে বুঝানো হয়েছে।
Table of Contents
Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি?
Mahfuj is a good boy who loves his younger brother very much (মাহফুজ একজন ভাল ছেলে যে তার ছোট ভাইকে অত্যন্ত ভালবাসে।
বাক্যটিতে Mahfuj, is, a, boy, good, who, loves, younger, very – প্রত্যেকটি শব্দই ভিন্ন জাতীয় এবং এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে।
এরকম বিভিন্ন অর্থ প্রকাশক word ব্যবহার করি বলেই আমরা একটিমাত্র বাক্যে অনেক রকমের ভাব ফুটিয়ে তুলতে পারি।
এই সকল word দিয়ে speech বা বাক্য বা বক্তব্য গঠিত হয় বলে এরা প্রত্যেকেই বক্তব্যের এক একটি part বা অংশ। আর এ জন্যেই এদেরকে বলা হয় Parts of Speech.
>>>>>English Grammar Crash Course by Robi 10 Minute School<<<<<<<
Definition (সংজ্ঞা): When words are classified according to what work they do as small parts of a whole sentence, they are called parts of speech.
বাংলাঃ একটি পরিপূর্ণ বাক্যের অংশ হিসেবে কোন শব্দ যে কাজ করে বা অর্থ প্রকাশ করে তার ভিত্তিতে শব্দকে শেণীবিন্যাস করা হলে তখন তাকে বলে parts of speech.
Classification of Parts of Speech
- Noun – যে কোন জিনিসের নাম। যেমন – Mahfuj, Chittagong, Poet, etc.
- Pronoun – সর্বনাম, নামের পরিবর্তে বেবহৃত হয়। যেমন – He, she, they, them, their, we, our, etc.
- Adjective – গুণ, দোষ, অবস্থা প্রকাশক শব্দ। যেমন – Good, bad, nice, beautiful, fat, fine, etc.
- Verb – কোন কিছু করা। যেমন – Go, do, sleep, dance, run, fight, etc.
- Adverb – ক্রিয়া কিভাবে, কখন কোথায় সম্পন্ন হল তা বোঝায়। যেমন – There, well, nicely, etc.
- Preposition – word -এর আগে বসে পূর্ববর্তী word -এর সাথে ঐ word -এর সম্পর্ক স্থাপন করে। যেমন – in, into, from, for, to, off, etc.
- Conjunction – দুই বা ততোধিক word/clause -কে যুক্ত করে। যেমন – and, but, as, for, if, yet, unless, because, etc.
- Interjection – আনন্দ , দুঃখ, আবেগ, হঠাৎ প্রকাশিত বিস্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ করে। যেমন – Hurrah! (কি মজা!), Alas! (হায়!), Hush! (চুপ!), Fie! (ছি!), etc.
Noun
যেকোন ব্যক্তি, বস্তু, স্থান, বা ক্রিয়ার নাম হচ্ছে Noun.
Example:
১। Name of Human (ব্যক্তির নাম): Jerin (জেরিন) , Jerry (জেরি), Tom (টম), Karim (করিম), Hayder (হায়দার), etc.
২। Name of Place (স্থানের নাম): Dhaka (ঢাকা), Chittagong (চট্টগ্রাম), Khulna (খুলনা), Bangladesh (বাংলাদেশ), Iraq (ইরাক), Iran (ইরান), America (আমেরিকা), etc.
৩। Name of Object (বস্তুর নাম): Pen (কলম), Calculator (ক্যালকুলেটর), Watch (ঘড়ি), Book (বই)
৪। Name of Action (ক্রিয়ার নাম): Purification (বিশুদ্ধকরন), Function (কাজ), Hesitation (দ্বিধা)
Pronoun
Definition: A pronoun is a word used in place of a noun. (Noun -এর পরিবর্তে বেবহৃত শব্দকে pronoun বলে)
Example: হেলাল ভাল ছেলে। হেলাল প্রত্যহ স্কুলে যায়। হেলাল মা-বাবার কথা মেনে চলে।
বাক্যগুলোতে বারবার “হেলাল” শব্দটি বেবহৃত হয়ে তাদের শ্রুতিমধুরতা নষ্ট করছে। এই শ্রুতিমাধুর্য রক্ষা করা একটি উপায় রয়েছে। তা হল, প্রথম বাক্যের পর প্রতি বাক্যের “হেলাল” -এর স্থলে “সে” ব্যবহার করতে হবে। যেমন- হেলাল ভাল ছেলে। সে প্রত্যহ স্কুলে যায়। সে মা-বাবার কথা মেনে চলে।
ইংরেজিতেঃ Helal is a good boy. He goes to school everyday. He abides by his parents’ orders.
এই He হল pronoun. এভাবে – we, our, ours, us, they, you, your, yours, mine, his, her, it, its, their, them, theirs, that, this, these, what, which, who, ইত্যাদি হল pronoun.
Adjective
Definition: An adjective is a word that qualifies a noun or a pronoun. (Noun বা pronoun কে বিশেষিত করে এমন শব্দকে adjective বলে।)
Examples:
Mahfuj is a good boy.
She is a beautiful girl.
Jasmine wears a blue skirt.
১ম sentence -এ good (ভাল) – wordটি দ্বারা boy word-টির গুণ তুলে ধরা হচ্ছে।
২য় sentence -এ “beautiful” word-টি দ্বারা girl word-টির গুণ বুঝাচ্ছে।
৩য় sentence-এ blue (নীল) – শব্দটি দ্বারা skirt (এক প্রকার জামা) এর বৈশিষ্ট বুঝানো হচ্ছে।
এভাবে adjective দ্বারা কোন গুণ, দোষ, অবস্থা, বৈশিষ্ট ইত্যাদি বুঝানো হয়। এসব দোষ, গুণ, অবস্থা কার? verb-এর? অবশ্যই না। Adjective সবসময়ই noun বা pronoun -এর দোষ, গুণ ইত্যাদি বুঝায়।
(Verb-এর ও অবস্থা বুঝানো যায়। তবে সে ধরনের word হল adverb, adjective নয়।)
Adjective -এর আরও কিছু example হলঃ fine, hard, ugly, rich, naughty, small, little, much, second, two, etc.
Verb
Definition: A verb is a word that expresses some action. (Verb হল সেই word যা কোন কাজ প্রকাশ করে।)
কোনকিছু করা, খাওয়া, ধরা, মারা, বোঝা, ভাবা, খেলা, বা ভাঙা হল একেকটি কাজ। যে word দিয়ে এই ‘কাজ ‘ বা action বুঝান হয় তাকে বলে verb.
Example: Tell, see, jump, sing, dance, laugh, think, give, take, love, come, go, run, do, have, be.
You may also like: Right form of verbs
Adverb
Definition: An adverb is a word that modifies a verb, an adjective, or another adverb. (Adverb হল এমন word যা কোন verb, adjective, বা অন্য কোন adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে।)
Explanation & Examples:
a. যখন verb কে modify করেঃ swiftly, well, strongly, forcibly, etc. যেমন – He runs swiftly. (সে দ্রুত দৌড়ায়।)
এখানে “দ্রুত” শব্দটি দৌড়ানোর “ধরন” বুঝাচ্ছে। নিচের প্রশ্নগুলো করে যে word থেকে উত্তর পাওয়া যাবে তা হল adverb.
- How? (কেমন করে? যেমন, কেমন করে দৌড়ায়? উত্তর, “দ্রুত” দৌড়ায়।)
- When? (কখন?)
যেমন, He came in the morning. যদি প্রশ্ন করা হয় “কখন?” তাহলে উত্তর পাওয়া যায় “সকালে” বা “in the morning”. সুতরাং এটি হল adverb. এখানে একের অধিক word থাকায় আমরা একে বলতে পারি adverbial phrase. - Where? (কোথায়?)
He lives here. সে “কোথায়?” থাকে? উত্তর হল “এখানে” (here). সুতরাং “here” হল adverb.
b. যখন adjective কে modify করেঃ
He is a good boy sentence টিতে “good” হল adjective. যদি good -এর অর্থকে আরও শক্তিশালী করতে চাই তাহলে লিখতে পারিঃ He is a very good boy. এখানে very হল adverb.
c. যখন অন্য কোন adverb কে modify করেঃ
He runs swiftly – এখানে swiftly হল adverb. কিন্তু যদি লিখি –
He runs very swiftly. তাহলে swiftly-র আগে আরও একটি adverb পাওয়া যায়। very হল সেই adverb.
Preposition
Pre = আগে, পূর্বে; Position = স্থান। Prepostion হল সেই সব word যারা কোন শব্দের আগে বসে পূর্ববর্তী word আর ঐ word এর মধ্যে সম্পর্কে স্থাপন করে। তাহলে –
Definition: A preposition is a word placed before a noun or a pronoun to show its relation to some other word in the sentence.
Examples: I have a feeling for him. (তার জন্য আমার অনুভূতি রয়েছে।) এখানে for অর্থ “জন্য”। এই শব্দটি feeling এবং him এর মধ্যে যোগসূত্র স্থাপন করছে।
আবার, She went into the room. এখানে into শব্দটি দিয়ে তার যাওয়া ও room এর মধ্যকার সম্পর্ক প্রকাশিত হচ্ছে। এই into হল একটি preposition. আগের উদাহরণের forও একটি preposition.
Similar কিছু Example: beside, under, below, with, from, behind, above, over, of, on, by, to at, etc.
Conjunction
Definition: A conjunction is a word used to join two or more sentences. (দুই বা ততোধিক sentence কে যে word যুক্ত করে তাকে conjunction বলে।)
Examples:
সাব্বির সেখানে গিয়েছিল, (Sabbir went there.)
মাহফুজ সেখানে গিয়েছিল (Mahfuj went there.)
বাক্য দুটিকে যদি যুক্ত করে লিখতে চাই তাহলে লিখতে হয় –
সাব্বির এবং মাহফুজ সেখানে গিয়েছিল (Sabbir and Mahfuj went there.) এই and দ্বারাই বাক্য দুটিকে একটি বাক্যে পরিণত করা সম্ভব হয়েছে। সুতরাং and হল conjunction. আবার –
He is poor (সে গরিব) এবং
He is honest (সে সৎ)
বাক্য দুটিকে একত্র করে নিচের মত করে লেখা যায়ঃ
He is poor but honest (সে গরিব কিন্তু সৎ)
এক্ষেত্রে but হল conjunction.
Similar আরও কিছু conjunction: However, because, while, till, unless, if, as, etc.
Interjection
Definition: An interjection is a word that expresses some strong and sudden feeling or emotion. (প্রবল তাৎক্ষনিক আবেগ প্রকাশক word হল interjection.)
Example: হায়! সে আর বেঁচে নেই। (Alas! He is no more.)
বাক্যটিতে “হায়!” শব্দটি দিয়ে হৃদয়ের প্রবল বেদনা প্রকাশিত হয়েছে। এটি হল interjection. এরকমঃ
Fie! You are a thief. (ছি! তুমি একটি চোর।)
Hurrah! we have won the game. (কি মজা! আমরা খেলায় জিতেছি।)
To Asses your knowledge about Parts of Speech, give free test: