BCS Online Preparation | BCS Online Model Test

বাংলাদেশ সিভিল সার্ভিস এর সংক্ষিপ্ত রুপ হচ্ছে বিসিএস। এটি বেশিরভাগ বাংলাদেশীর জন্য সবচেয়ে পছন্দের একটি চাকুরি। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক বিসিএস -এর মূলনীতি ও পরিচালনা পরিষদ নির্ধারিত হয়ে থাকে। বিসিএস এর সর্বমোট ক্যাডার সংখ্যা হল ২৬ টি, যার মধ্যে ১২টি কারিগরি বা পেশাগত এবং ১৪ টি সাধারণ ক্যাডার রয়েছে।

BCS Mark Distribution

BCS (Bangladesh Civil Service) পরীক্ষা ০৩ টি ধাপে বিভক্তঃ প্রিলিমিনারি পরীক্ষা (MCQ), লিখিত পরীক্ষা (Written) এবং মৌখিক পরীক্ষা (Viva)।

প্রিলিমিনারি পরীক্ষা (BCS Preliminary)

  • ২০০ টি MCQ প্রশ্ন থাকবে,
  • সময় – ২ ঘণ্টা
  • নম্বর – ২০০
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

মান বণ্টনঃ

# বিষয় নম্বর
বাংলা ভাষা ও সাহিত্য ৩৫
English Language & Literature ৩৫
বাংলাদেশ বিষয়াবলী ৩০
আন্তর্জাতিক বিষয়াবলী ২০
সাধারণ বিজ্ঞান ১৫
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫
গাণিতিক যুক্তি ১৫
মানসিক দক্ষতা ১৫
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০
১০ নৈতিক, মূল্যবোধ ও সুশাসন ১০

⏩ বাংলা ভাষা ও সাহিত্য কে ০২ ভাগে ভাগ করা হয়েছে।

১. ভাষা – ১৫ নম্বর
প্রয়োগ – অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস।

২. সাহিত্য – ২০ নম্বর
(i) প্রাচীন ও মধ্যযুগ – ০৫ নম্বর
(ii) আধুনিক যুগ (১৮০১ – বর্তমান) – ১৫ নম্বর

⏩ Enlgish Language & Literature কেও ০২ ভাগে ভাগ করা হয়েছে।

১. Language – ২০ নম্বর
Parts of Speech, Idioms & Phrases, Clauses, Corrections, Sentence & Transformation, Words, Composition

২. Literature – ১৫ নম্বর
(i) Elizabethan Period to the 21st Century
(ii) Quotations from Drama/Poetry of Different Ages

বাংলাদেশ বিষয়াবলী – ৩০ নম্বর

(i) বাংলাদেশের জাতীয় বিষয়াবলী – ০৬ নম্বর
(ii) বাংলাদেশের কৃষিজ সম্পদ – ০৩ নম্বর
(iii) বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারি – ০৩ নম্বর
(iv) বাংলাদেশের অর্থনীতি – ০৩ নম্বর
(v) বাংলাদেশের শিল্প ও বাণিজ্য – ০৩ নম্বর
(vi) বাংলাদেশের সংবিধান – ০৩ নম্বর
(vii) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা – ০৩ নম্বর
(viii) বাংলাদেশের সরকার ব্যবস্থা – ০৩ নম্বর
(ix) বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য – ০৩ নম্বর

⏩ আন্তর্জাতিক বিষয়াবলী – ২০ নম্বর

(i) বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি – ০৪ নম্বর
(ii) আন্তর্জাতিক নিরাপত্তা ও আষতরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক – ০৪ নম্বর
(iii) বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ – ০৪ নম্বর
(iv) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও রাষ্ট্রনীতি – ০৪ নম্বর
(v) আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থ নীতি – ০৪ নম্বর

সাধারণ বিজ্ঞান – ১৫ নম্বর

(i) ভৌত বিজ্ঞান – ০৫ নম্বর
(ii) জীব বিজ্ঞান – ০৫ নম্বর
(iii) আধুনিক বিজ্ঞান – ০৫ নম্বর

** সাধারণ বিজ্ঞানের প্রশ্ন গুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিজ্ঞানের অভিজ্ঞতার আলোকে অর্জিত সাধারণ উপলব্ধি থেকে করা হবে। এক্ষেত্রে প্রার্থীকে বিশেষভাবে বিজ্ঞানের ওপর পড়াশোনা না করা থাকলেও চলবে।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি – ১৫ নম্বর

(i) কম্পিউটার – ১০ নম্বর
কম্পিউটার পেরিফেরালস, কম্পিউটারের অঙ্গসংগঠন, দৈনন্দিন জীবনে কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রাম।

(ii) তথ্যপ্রযুক্তি – ০৫
ই-কমার্স, সেলুলার ডাটা নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক, নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি, তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা বা তথ্যসমূহ।

গাণিতিক যুক্তি – ১৫

(i) পাটিগণিত – ০৩
(ii) বীজগণিত – ০৬
(iii) জ্যামিতি – ০৩
(iv) পরিসংখ্যান ও অন্যান্য – ০৩

মানসিক দক্ষতা – ১৫ নম্বর
ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যার সমাধান, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা।

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা – ১০ নম্বর

নৈতিক, মূল্যবোধ ও সুশাসন – ১০ নম্বর

লিখিত পরীক্ষা (Written)

যে সকল পরীক্ষার্থী প্রিলিমিনারিতে পাস করবে শুধু তারাই লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।

মোট নম্বর – ৯০০

সাধারণ ক্যাডারঃ পররাষ্ট্র, এডমিন, পুলিশ, কর, ইকোনমিক, অডিট, তথ্য, ডাক, সমাজসেবা, পরিবার পরিকল্পনা যেগুলোতে সকল বিভাগের পরীক্ষার্থী আবেদন করতে পারে তাদের জন্য ৯০০ নম্বরের মানবণ্টনঃ

# বিষয় পূর্ণমান সময়
বাংলা ২০০ ৪ ঘণ্টা
ইংরেজি ২০০ ৪ ঘণ্টা
বাংলাদেশ বিষয়াবলী ২০০ ৪ ঘণ্টা
আন্তর্জাতিক বিষয়াবলী ১০০ ৩ ঘণ্টা
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০ ৩ ঘণ্টা
বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ ৩ ঘণ্টা

** পাস নম্বর ৫০% অর্থাৎ ৪৫০ নম্বর পেলেই একজন পরীক্ষার্থী ভাইভা দিতে পারবেন। অর্থাৎ মোট ৪৫০ নম্বর পেলেই হবে। তবে কোন বিষয়ে ৩০% এর কম নম্বর পেলে সে বিষয়ে কোন নম্বর পায়নি বলে বিবেচিত হবে এবং ৩০% নিচের নম্বর গুলো যোগ হবে না।

ভাইভা পরীক্ষা (Viva)

মোট নম্বর – ২০০

লিখিত পরীক্ষায় পাশ করলে পরীক্ষার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। ভাইভায় পাশ হচ্ছে ১০০ নম্বর। ভাইভা পাশ করলে তখন লিখিত ও ভাইভা পরীক্ষার নম্বর যোগ করে মেধাক্রম করা হয়ে থাকে। মেধাক্রম ও চয়েজ যদি মিলে যায় তবে একজন পরীক্ষার্থী ক্যাডার হিসেবে বিবেচিত হবেন। মেধাক্রম ও চয়েজ যদি না মেলে তবে নন ক্যাডার হিসেবে বিবেচিত হবে।

BCS Online Model Tests:

এখানে আপনাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্র্যাকটিসের জন্য কয়েকটি মডেল টেস্ট দেয়া আছে। যা আপনি যেকোন সময় যেকোন জায়গা থেকে প্র্যাকটিস করে আপনার বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন।

BCS Model Test – 01
BCS Model Test – 02
BCS Model Test – 03
BCS Medel Test – 04

Author

  • Safiyanu

    I’m Safiyanu Ahmed, a passionate writer dedicated to creating content that informs, inspires, and empowers readers. With a keen interest in education, career development, and effective study practices, I aim to simplify complex ideas and provide practical insights. Through my writing, I strive to help learners and professionals alike achieve their goals with confidence.

    View all posts

Leave a Comment