BCS Online Preparation | BCS Online Model Test

বাংলাদেশ সিভিল সার্ভিস এর সংক্ষিপ্ত রুপ হচ্ছে বিসিএস। এটি বেশিরভাগ বাংলাদেশীর জন্য সবচেয়ে পছন্দের একটি চাকুরি। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক বিসিএস -এর মূলনীতি ও পরিচালনা পরিষদ নির্ধারিত হয়ে থাকে। বিসিএস এর সর্বমোট ক্যাডার সংখ্যা হল ২৬ টি, যার মধ্যে ১২টি কারিগরি বা পেশাগত এবং ১৪ টি সাধারণ ক্যাডার রয়েছে।

<<< রবি ১০ মিনিট স্কুলের বিসিএস প্রিলি কোর্স – ঘরে বসেই নিন পূর্ণাঙ্গ প্রস্তুতি >>>

ENROLL NOW   

BCS Mark Distribution

BCS (Bangladesh Civil Service) পরীক্ষা ০৩ টি ধাপে বিভক্তঃ প্রিলিমিনারি পরীক্ষা (MCQ), লিখিত পরীক্ষা (Written) এবং মৌখিক পরীক্ষা (Viva)।

প্রিলিমিনারি পরীক্ষা (BCS Preliminary)

  • ২০০ টি MCQ প্রশ্ন থাকবে,
  • সময় – ২ ঘণ্টা
  • নম্বর – ২০০
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

মান বণ্টনঃ

# বিষয় নম্বর
বাংলা ভাষা ও সাহিত্য ৩৫
English Language & Literature ৩৫
বাংলাদেশ বিষয়াবলী ৩০
আন্তর্জাতিক বিষয়াবলী ২০
সাধারণ বিজ্ঞান ১৫
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫
গাণিতিক যুক্তি ১৫
মানসিক দক্ষতা ১৫
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০
১০ নৈতিক, মূল্যবোধ ও সুশাসন ১০

⏩ বাংলা ভাষা ও সাহিত্য কে ০২ ভাগে ভাগ করা হয়েছে।

১. ভাষা – ১৫ নম্বর
প্রয়োগ – অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস।

২. সাহিত্য – ২০ নম্বর
(i) প্রাচীন ও মধ্যযুগ – ০৫ নম্বর
(ii) আধুনিক যুগ (১৮০১ – বর্তমান) – ১৫ নম্বর

⏩ Enlgish Language & Literature কেও ০২ ভাগে ভাগ করা হয়েছে।

১. Language – ২০ নম্বর
Parts of Speech, Idioms & Phrases, Clauses, Corrections, Sentence & Transformation, Words, Composition

২. Literature – ১৫ নম্বর
(i) Elizabethan Period to the 21st Century
(ii) Quotations from Drama/Poetry of Different Ages

বাংলাদেশ বিষয়াবলী – ৩০ নম্বর

(i) বাংলাদেশের জাতীয় বিষয়াবলী – ০৬ নম্বর
(ii) বাংলাদেশের কৃষিজ সম্পদ – ০৩ নম্বর
(iii) বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারি – ০৩ নম্বর
(iv) বাংলাদেশের অর্থনীতি – ০৩ নম্বর
(v) বাংলাদেশের শিল্প ও বাণিজ্য – ০৩ নম্বর
(vi) বাংলাদেশের সংবিধান – ০৩ নম্বর
(vii) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা – ০৩ নম্বর
(viii) বাংলাদেশের সরকার ব্যবস্থা – ০৩ নম্বর
(ix) বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য – ০৩ নম্বর

⏩ আন্তর্জাতিক বিষয়াবলী – ২০ নম্বর

(i) বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি – ০৪ নম্বর
(ii) আন্তর্জাতিক নিরাপত্তা ও আষতরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক – ০৪ নম্বর
(iii) বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ – ০৪ নম্বর
(iv) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও রাষ্ট্রনীতি – ০৪ নম্বর
(v) আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থ নীতি – ০৪ নম্বর

সাধারণ বিজ্ঞান – ১৫ নম্বর

(i) ভৌত বিজ্ঞান – ০৫ নম্বর
(ii) জীব বিজ্ঞান – ০৫ নম্বর
(iii) আধুনিক বিজ্ঞান – ০৫ নম্বর

** সাধারণ বিজ্ঞানের প্রশ্ন গুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিজ্ঞানের অভিজ্ঞতার আলোকে অর্জিত সাধারণ উপলব্ধি থেকে করা হবে। এক্ষেত্রে প্রার্থীকে বিশেষভাবে বিজ্ঞানের ওপর পড়াশোনা না করা থাকলেও চলবে।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি – ১৫ নম্বর

(i) কম্পিউটার – ১০ নম্বর
কম্পিউটার পেরিফেরালস, কম্পিউটারের অঙ্গসংগঠন, দৈনন্দিন জীবনে কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রাম।

(ii) তথ্যপ্রযুক্তি – ০৫
ই-কমার্স, সেলুলার ডাটা নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক, নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি, তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা বা তথ্যসমূহ।

গাণিতিক যুক্তি – ১৫

(i) পাটিগণিত – ০৩
(ii) বীজগণিত – ০৬
(iii) জ্যামিতি – ০৩
(iv) পরিসংখ্যান ও অন্যান্য – ০৩

মানসিক দক্ষতা – ১৫ নম্বর
ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যার সমাধান, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা।

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা – ১০ নম্বর

নৈতিক, মূল্যবোধ ও সুশাসন – ১০ নম্বর

লিখিত পরীক্ষা (Written)

যে সকল পরীক্ষার্থী প্রিলিমিনারিতে পাস করবে শুধু তারাই লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।

মোট নম্বর – ৯০০

সাধারণ ক্যাডারঃ পররাষ্ট্র, এডমিন, পুলিশ, কর, ইকোনমিক, অডিট, তথ্য, ডাক, সমাজসেবা, পরিবার পরিকল্পনা যেগুলোতে সকল বিভাগের পরীক্ষার্থী আবেদন করতে পারে তাদের জন্য ৯০০ নম্বরের মানবণ্টনঃ

# বিষয় পূর্ণমান সময়
বাংলা ২০০ ৪ ঘণ্টা
ইংরেজি ২০০ ৪ ঘণ্টা
বাংলাদেশ বিষয়াবলী ২০০ ৪ ঘণ্টা
আন্তর্জাতিক বিষয়াবলী ১০০ ৩ ঘণ্টা
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০ ৩ ঘণ্টা
বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ ৩ ঘণ্টা

** পাস নম্বর ৫০% অর্থাৎ ৪৫০ নম্বর পেলেই একজন পরীক্ষার্থী ভাইভা দিতে পারবেন। অর্থাৎ মোট ৪৫০ নম্বর পেলেই হবে। তবে কোন বিষয়ে ৩০% এর কম নম্বর পেলে সে বিষয়ে কোন নম্বর পায়নি বলে বিবেচিত হবে এবং ৩০% নিচের নম্বর গুলো যোগ হবে না।

ভাইভা পরীক্ষা (Viva)

মোট নম্বর – ২০০

লিখিত পরীক্ষায় পাশ করলে পরীক্ষার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। ভাইভায় পাশ হচ্ছে ১০০ নম্বর। ভাইভা পাশ করলে তখন লিখিত ও ভাইভা পরীক্ষার নম্বর যোগ করে মেধাক্রম করা হয়ে থাকে। মেধাক্রম ও চয়েজ যদি মিলে যায় তবে একজন পরীক্ষার্থী ক্যাডার হিসেবে বিবেচিত হবেন। মেধাক্রম ও চয়েজ যদি না মেলে তবে নন ক্যাডার হিসেবে বিবেচিত হবে।

BCS Online Model Tests:

এখানে আপনাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্র্যাকটিসের জন্য কয়েকটি মডেল টেস্ট দেয়া আছে। যা আপনি যেকোন সময় যেকোন জায়গা থেকে প্র্যাকটিস করে আপনার বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন।

BCS Model Test – 01
BCS Model Test – 02
BCS Model Test – 03
BCS Medel Test – 04

Leave a Comment