মৌলিক পদার্থ কাকে বলে | সংজ্ঞা, ইতিহাস ও তালিকা

প্রশ্নঃ মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থের সংজ্ঞা, ইতিহাস এবং তালিকা উল্লেখ কর।

মৌলিক পদার্থের ইতিহাস

একসময় ধারণা করা হতো সমস্ত কিছু ০৪ টি মৌলিক উপাদান দ্বারা সৃষ্টিঃ পানি, মাটি, আগুন ও বায়ু। যারা এই থিওরিকে সমর্থন করতেন তাদের মধ্যে গ্রিক দার্শনিক প্লেটো অন্যতম।

অন্য একজন গ্রীক দার্শনিক এরিস্টটল এই চারটি মৌলের পাশাপাশি ইথার নামক আরেকটি মৌলিক উপাদানের ধারণা দেন এবং মনে করা হতো স্বর্গ ইথার দ্বারা সৃষ্টি।

আধুনিক যুগে, সর্বপ্রথম মৌলিক পদার্থ সম্পর্কে ধারণা দেন রবার্ট বয়েল। ১৭৮৯ সালে বিজ্ঞানী ল্যাভয়সিঁয়ে মৌলসমূহের প্রথম আধুনিক তালিকা প্রকাশ করেন ।

তার তালিকায় ৩৩টি মৌলিক উপাদান স্থান পায়, যার মধ্যে তিনি আলো এবং ক্যালরিক নামক এক বিশেষ পদার্থেরও উল্লেখ করেছিলেন।

সর্বপ্রথম ১৯১৩ সালে পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে মৌলিক পদার্থসমূহকে পর্যায় সারণীতে সাজানো হয়।

মৌলিক পদার্থের সংজ্ঞা

যে সকল পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাজন করা হলে ওই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায়না তাদেরকে মৌলিক পদার্থ বলা হয়ে থাকে।

এদের একটি অণু একই রকম এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে তৈরি। যেমন পানিকে (H2O) ভাঙলে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায় তাই পানি মৌলিক পদার্থ না।

আবার, অক্সিজেনের একটি অণুকে (O2) ভাঙলে দুটি একইরকম অক্সিজেনের পরমাণু পাওয়া যায় তাই অক্সিজেন একটি মৌলিক পদার্থ।

মৌলিক পদার্থের তালিকা

পারমানবিক সংখ্যা নাম প্রতীক
1 হাইড্রোজেন H
2 হিলিয়াম He
3 লিথিয়াম Li
4 বেরিলিয়াম Be
5 বোরন B
6 কার্বন C
7 নাইট্রোজেন N
8 অক্সিজেন O
9 ফ্লোরিন F
10 নিয়ন Ne
11 সোডিয়াম Na
12 ম্যাগনেসিয়াম Mg
13 অ্যালুমিনিয়াম Al
14 সিলিকন Si
15 ফসফরাস P
16 সালফার S
17 ক্লোরিন Cl
18 আর্গন Ar
19 পটাসিয়াম K
20 ক্যালসিয়াম Ca
21 স্ক্যান্ডিয়াম Sc
22 টাইটেনিয়াম Ti
23 ভ্যানাডিয়াম V
24 ক্রোমিয়াম Cr
25 ম্যাঙ্গানিজ Mn
26 আয়রন Fe
27 কোবাল্ট Co
28 নিকেল Ni
29 কপার Cu
30 জিঙ্ক Zn
31 গ্যালিয়াম Ga
32 জার্মেনিয়াম Ge
33 আর্সেনিক As
34 সেলেনিয়াম Se
35 ব্রোমিন Br
36 ক্রিপ্টন Kr
37 রুবিডিয়াম Rb
38 স্ট্রনসিয়াম Sr
39 ইটরিয়াম Y
40 জিরকোনিয়াম Zr
41 নিওবিয়াম Nb
42 মলিবডেনাম Mo
43 টেকনিশিয়াম Tc
44 রুথেনিয়াম Ru
45 রোডিয়াম Rh
46 প্যালাডিয়াম Pd
47 সিলভার Ag
48 ক্যাডমিয়াম Cd
49 ইন্ডিয়াম In
50 টিন Sn
51 এন্টিমনি Sb
52 টেলুরিয়াম Te
53 আয়োডিন I
54 জেনন Xe
55 সিজিয়াম Cs
56 বেরিয়াম Ba
57 ল্যান্থানাম La
58 সেরিয়াম Ce
59 প্রেসিওডিমিয়াম Pr
60 নিওডিমিয়াম Nd
61 প্রমিথিয়াম Pm
62 সামারিয়াম Sm
63 ইউরোপিয়াম Eu
64 গ্যাডোলিনিয়াম Gd
65 টারবিয়াম Tb
66 ডিসপ্রোসিয়াম Dy
67 হলমিয়াম Ho
68 এরবিয়াম Er
69 Thulium Tm
70 ইটারবিয়াম Yb
71 লুটেসিয়াম Lu
72 হাফনিয়াম Hf
73 ট্যান্টালাম Ta
74 টাংস্টেন W
75 রেনিয়াম Re
76 অসমিয়াম Os
77 ইরিডিয়াম Ir
78 প্লাটিনাম Pt
79 স্বর্ণ Au
80 পারদ Hg
81 থ্যালিয়াম Tl
82 সীসা Pb
83 বিসমাথ Bi
84 পোলনিয়াম Po
85 অ্যাস্টাটিন At
86 রেডন Rn
87 ফ্রান্সিয়াম Fr
88 রেডিয়াম Ra
89 অ্যাক্টিনিয়াম Ac
90 থোরিয়াম Th
91 প্রোট্যাক্টিনিয়াম Pa
92 ইউরেনিয়াম U
93 নেপচুনিয়াম Np
94 প্লুটোনিয়াম Pu
95 অ্যামেরিসিয়াম Am
96 কুরিয়াম Cm
97 Berkelium Bk
98 Californium Cf
99 Einsteinium Es
100 Fermium Fm
101 Mendelevium Md
102 Nobelium No
103 Lawrencium Lr
104 Rutherfordium Rf
105 Dubnium Db
106 Seaborgium Sg
107 Bohrium Bh
108 Hassium Hs
109 Meitnerium Mt
110 Darmstadtium Ds
111 Roentgenium Rg
112 Ununbium Uub
113 Ununtrium Uut
114 Ununquadium Uuq
115 Ununpentium Uup
116 Ununhexium Uuh
117 Ununseptium Uus
118 Ununoctium Uuo

Author

  • Safiyanu

    I’m Safiyanu Ahmed, a passionate writer dedicated to creating content that informs, inspires, and empowers readers. With a keen interest in education, career development, and effective study practices, I aim to simplify complex ideas and provide practical insights. Through my writing, I strive to help learners and professionals alike achieve their goals with confidence.

    View all posts

Leave a Comment