Our National Flag Paragraph for Class 8, 10, and 12

Here is our national flag paragraph for class 8, 10, and 12 with Bangla translation. You can achieve a good mark in your exam by writing this paragraph. We’ve given here the Bangla translation of the paragraph so that you write your own version.

Related Questions of Our National Flag Paragraph

a. What does the national flag symbolize? (জাতীয় পতাকা কি প্রকাশ করে?)

b. How does our national flag look? (আমাদের জাতীয় পতাকা দেখতে কেমন?)

c. What is its background? (এর পটভূমি কি?)

d. What is the dignity of our national flag? (আমাদের জাতীয় পতাকার মর্যাদা কি?)

e. How do we feel when we look at it? (এর প্রতি তাকালে আমরা কেমন অনুভব করি?)

f. How can we uphold its honor? (আমরা কিভাবে এর মর্যাদা ধারণ করতে পারি?)

Our National Flag Paragraph for Class 8, 10, and 12

The national flag is the symbol of independence to a nation. Our National flag is the symbol of our freedom. Our national flag is very beautiful to look at. It is rectangular in size. Its length and breadth is 5:3. It is made of cloth in green and red color. The background of our national flag is bottle green. There is a red circle in the middle. Our national flag conveys a deep meaning. The green color denotes the green fields of Bangladesh. We achieved our freedom at the cost of blood. Many people laid down their lives for our freedom. So, the red color in the middle of the flag is the symbol of the blood of the martyrs. It bears the memory of our sacrifice. We look upon our national flag as a symbol of our independence. We are proud of it. When we look at it, our heart is filled with love and respect for the country. We can uphold its honor by doing our national duties properly. It is dearer to us than our lives.

You may also like:

1. My Mother Paragraph

2. International Mother Language Day Paragraph

Our National Flag Paragraph in Bangla

জাতীয় পতাকা একটি জাতির স্বাধীনতার প্রতীক। আমাদের জাতীয় পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক। আমাদের জাতীয় পতাকাটি দেখতে খুবই সুন্দর। এটি আকারে আয়তাকার। এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ৫:৩। এটা সবুজ ও লাল রঙের কাপড়ে তৈরি। আমাদের জাতীয় পতাকার পটভূমি গাঢ় সবুজ। মধ্যভাগে একটি লাল বৃত্ত রয়েছে। আমাদের জাতীয় পতাকা একটি গভীর অর্থ বহন করে। সবুজ রং বাংলাদেশের সবুজ খেত-খামারকে বোঝায়। আমরা রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম। এদেশের অসংখ্য মানুষ দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিল। কাজেই পতাকার মধ্যভাগের লাল রং শহীদদের রক্তের প্রতীক। এটা আমাদের ত্যাগের স্মৃতি বহন করে। আমাদের স্বাধীনতার প্রতীক হিসেবে আমরা আমাদের জাতীয় পতাকাকে বিবেচনা করি। আমরা এ নিয়ে গর্বিত। যখন আমরা এর দিকে তাকাই তখন আমাদের হৃদয় দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় ভরে উঠে। আমরা আমাদের জাতীয় কর্তব্য যথাযথভাবে পালন করে এর সম্মান রক্ষা করতে পারি। এটা আমাদের কাছে জীবনের চেয়েও অধিকতর প্রিয়।

Author

  • Safiyanu

    I’m Safiyanu Ahmed, a passionate writer dedicated to creating content that informs, inspires, and empowers readers. With a keen interest in education, career development, and effective study practices, I aim to simplify complex ideas and provide practical insights. Through my writing, I strive to help learners and professionals alike achieve their goals with confidence.

    View all posts

Leave a Comment