A School Library Paragraph for Class 8, 10, SSC, and HSC Students

Here is A school library paragraph for class 8, 10, SSC, and HSC students with Bangla translation. Students can achieve good marks in their exams by writing this paragraph. We’ve given Bangla translation of the paragraph so that you can write your own version.

Related Questions about A School Library Paragraph for SSC

a. What is a school library? (বিদ্যালয় গ্রন্থাগার কি?)

b. What is the importance of a school library? (বিদ্যালয় গ্রন্থাগারের গুরুত্ব কি?)

c. Where is it located? (এটা কোথায় অবস্থিত?)

d. How are the books arranged? (কিভাবে বই সাজানো হয়?)

e. How are the books issued for the students? (ছাত্রছাত্রীদের জন্য কিভাবে বইগুলো বিতরণ করা হয়?)

f. How do you feel about your school library? (তোমার বিদ্যালয়ের গ্রন্থাগারকে তুমি কিভাবে দেখ?)

A School Library Paragraph for Class 8, 10, and SSC

A school library is a place where various kinds of books are kept for readers. Most students need it to enrich their knowledge. We have a library in our school compound. It has a good collection of books. We use them to prepare notes by studying various books. In our spare time, we sit in the library and read books of various stories and poems. Our school library is located on the first floor of our institution. It is spacious and well-ventilated. It has books from different branches of knowledge like literature, history, science, commerce, geography, and so on. Moreover, there are books by all the famous authors of the world. Every student has a library card. We can borrow two books at a time. We can keep the books for seven days. If we want to keep more than 7 days, we have to re-issue the books. In the library, discipline is strictly maintained. There is an environment of quietness in the library. It is strictly forbidden to speak loudly or making noise here. Our school library is very helpful to increase our knowledge. It also provides us with daily newspapers. Every school should have a resourceful library.

You may also like: Mobile Phone Paragraph

A School Library Paragraph in Bangla

বিদ্যালয় গ্রন্থাগার এমন একটি স্থান যেখানে বিভিন্ন প্রকার বই পাঠকের জন্য রাখা হয়। অধিকাংশ ছাত্রছাত্রীর জ্ঞান উন্নত করার জন্য গ্রন্থাগার প্রয়োজন হয়ে থাকে। আমাদের স্কুল অঙ্গনে একটি গ্রন্থাগার রয়েছে। এতে বইয়ের ভালো সংগ্রহ রয়েছে। আমরা বিভিন্ন বই পড়ে নোট তৈরি করার জন্য এগুলোকে ব্যবহার করে থাকি। অবসর সময়ে আমরা পাঠাগারে বসে বিভিন্ন গল্প ও কবিতার বই পড়ে থাকি। আমাদের স্কুল গ্রন্থাগারটি আমাদের প্রতিষ্ঠানের প্রথম তলায় অবস্থিত। এটি প্রশস্ত ও যথেষ্ট আলো বাতাস চলাচল করে। এখানে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, বাণিজ্য, ভূগোল প্রভৃতি বিষয়ে বইয়ের বিশাল সংগ্রহ রয়েছে। তাছাড়া রয়েছে পৃথিবীর বিখ্যাত সব লেখকদের বই। প্রত্যেক ছাত্রের লাইব্রেরি কার্ড রয়েছে। আমরা এক সাথে দুটি বই ধার নিতে পারি। বইগুলো রাখার মেয়াদ ৭ দিন। ৭ দিনের বেশি রাখতে হলে পুনরায় বইগুলো ইস্যু করিয়ে নিতে হয়। পাঠাগারে কঠোরভাবে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা হয়। লাইব্রেরিতে সবসময় শান্ত পরিবেশ বিরাজমান থাকে। এখানে উচ্চস্বরে কথা বলা অথবা হট্রোগোল সম্পূর্ণ নিষেধ। আমাদের স্কুল লাইব্রেরি জ্ঞান বৃদ্ধির পক্ষে অত্যন্ত সহায়ক। এটা আমাদেরকে দৈনিক সংবাদপত্রাদিও প্রদান করে থাকে। প্রত্যেক বিদ্যালয়েরই একটি সমৃদ্ধশালী গ্রন্থাগার থাকা উচিত।

Author

  • Safiyanu

    I’m Safiyanu Ahmed, a passionate writer dedicated to creating content that informs, inspires, and empowers readers. With a keen interest in education, career development, and effective study practices, I aim to simplify complex ideas and provide practical insights. Through my writing, I strive to help learners and professionals alike achieve their goals with confidence.

    View all posts

Leave a Comment