A Rainy Day Paragraph for Class 8, 10 & 12

Here is a rainy day paragraph for class 8, 10 & 12 with Bangla translation:

Jerin was going to school, suddenly slipped and fell. All of her clothes get wet with muddy water. Jerin’s younger brother is playing football in the rain with friends. He is very excited to get wet in the rain. On the other hand, Mr. Rahman is standing on the road for a rickshaw with an umbrella in his hand, but he is not getting any rickshaw. There are no rickshaws on the road due to rain. These images are of a rainy day.

The picture of a rainy day in rural and urban Bangladesh is different. It is good to see rainy days in the village. Rainy days are very preferred by the farmers. This is because rainfall increases soil fertility, which results in better yields. Farmers work in wet fields in the rain. The women sew nakshi Katha at home. The children sit with their grandparents and listen to various stories. Cattle are also trapped in their homes. On a rainy day, the village roads are muddy and the fields are flooded. Children play football on muddy fields. And in the evening you can hear frog songs.

And the rain in the city area is nothing but a strange problem. Working people cannot go to the office on time. Heavy rains cause waterlogging on the roads, causing extra traffic jams. Rainy days are not a happy day for day laborers. Due to the rain, their income is stopped. Most of the students do not want to go to school, which results in some loss of their studies. So a rainy day in an urban area is not so pleasant.

I personally enjoy rainy days very much. The sound of rain is very nice, especially in tin rooms. It feels very good to sleep at this time. All in all, a rainy day is really wonderful.

A Rainy Day Paragraph for Class 8, 10 & 12 in Bangla

জেরিন স্কুলে যাচ্ছিল, হঠাৎ স্লিপ খেয়ে পড়ে গেল। কাঁদাপানি দিয়ে সমস্ত কাপড় ভিজে একাকার। জেরিনের ছোট ভাই বৃষ্টির মধ্যে মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলছে। বৃষ্টিতে ভিজতে পেরে সে খুবই উচ্ছ্বসিত। অন্যদিকে রহমান সাহেব ছাতা হাতে রিকশার জন্য রাস্তায় দাড়িয়ে আছে, কিন্তু কোন রিকশা পাচ্ছে না। বৃষ্টির কারনে রাস্তায় কোন রিকশা নেই। আজ তার অফিসে যেতে নিশ্চয়ই দেরি হয়ে যাবে। এ চিত্র গুলো হচ্ছে একটি বৃষ্টি স্নাত দিনের।

বাংলাদেশের গ্রাম ও শহরের বৃষ্টির দিনের চিত্র ভিন্ন ভিন্ন। গ্রামে বর্ষণমূখর দিন দেখতে ভাল লাগে। বৃষ্টির দিন কৃষকদের খুবই পছন্দ। কারন বৃষ্টিতে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, যার ফলে ফলস ভাল হয়। কৃষকেরা বৃষ্টির মধ্যে ভিজে ক্ষেতে কাজ করে। মহিলারা ঘরে বসে নকশী কাথা সেলাই করে। বাচ্চারা তাদের দাদা-দাদীদের সাথে বসে নানা রকম আষাঢ়ে কেচ্ছা কাহিনী শুনে। গবাদি পশুরাও তাদের ঘরে বন্দি হয়ে যায়। বৃষ্টির দিন গ্রামের রাস্তাঘাট কর্দমাক্ত থাকে, মাঠে ঘাটে জমে থাকে পানি। ছেলেপেলেরা কর্দমাক্ত মাঠে ফুটবল খেলে। আর সন্ধ্যা হলেই শুনতে পাওয়া যায় ব্যাঙের ডাকাডাকি।

আর শহর এলাকায় বৃষ্টি যেন এক উটকো ঝামেলা ছাড়া আর কিছু নয়। কর্মজীবী মানুষেরা সময়মত অফিসে যেতে পারে না। অধিক বৃষ্টির ফলে রাস্তায় পানি জমে থাকে, সৃষ্টি হয় অতিরিক্ত যানজটের। যারা দিন আনে দিন খায় তাদের জন্য বৃষ্টির দিন খুবই কষ্টের। বৃষ্টির কারনে তাদের আয়-উপার্জন বন্ধ থাকে। অধিকাংশ ছাত্র-ছাত্রী স্কুলে যেতে চায় না, যার ফলে তাদের পড়াশোনার কিছুটা ক্ষতি হয়। সুতরাং শহর এলাকাতে একটি বৃষ্টিস্নাত দিন তেমন সুখকর নয়।

আমি ব্যক্তিগতভাবে বৃষ্টির দিন খুবই উপভোগ করি। বিশেষ করে টিনের ঘরে বৃষ্টির আওয়াজ অত্যন্ত চমৎকার। এসময় ঘুমাতে খুবই ভাল লাগে। সবকিছু মিলিয়ে একটি বর্ষণমুখর দিন সত্যিই অত্যন্ত চমৎকার।

Leave a Comment