The Life of A Day Labourer Paragraph for Class 12

Here is the life of a day labourer paragraph for class 12. You can achieve a good mark by writing this paragraph on your HSC exam paper.

Related questions about a day labourer paragraph:

a. Who is a day labourer?
b. What work does he usually do?
c. What sort of life does he lead?
d. What happens when he earns more?
e. What happens when he cannot find work?

A Day Labourer Paragraph for Class 12

A day labourer is a man or woman who does hard physical work for living everyday but he/she is not skilled. Generally, he has no land or property of his own. He renders his manual labour for others to earn some money.

He has to work hard in various fields or sectors. Every day he rises early in the morning and goes out for work. He has to work from dawn to dusk. He gets his wages at the end of the day.

On some days, he earns more and then he and his family can eat well. It makes him happy. But it does not happen regularly as he sometimes finds no work. Then he and his family have to suffer much or even to starve.

Sorrows and sufferings are his daily companion. Besides, many people maltreat them. But the service of a day labourer is very essential and valuable for us and our society as well. Considering all these, the government should take steps so that he can lead a human and decent life.

The Life of A Day Labourer Paragraph

যে পুরুষ বা মহিলা জীবিকার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করে সেই দিনমজুর, তবে সে দক্ষ নয়। সাধারণত তার নিজস্ব কোন জমি বা সম্পত্তি নেই। টাকা উপার্জনের জন্য সে অপরের জন্য কায়িক পরিশ্রম করে।

তাকে বিভিন্ন ক্ষেত্রে বা এলাকায় কঠোর পরিশ্রম করতে হয়। প্রতিদিন সে ভোরে উঠে কাজের উদ্দেশ্যে বের হয়। তাকে সকাল থেকে সন্ধ্যা বেলা অবধি কাজ করতে হয়। দিন শেষে সে তার মজুরি পায়।

কোনো কোনো দিন সে অধিক উপার্জন করে। আর তখন সে ও তার পরিবার ভালোভাবে খেতে পারে। এতে সে খুশি হয়। কিন্তু নিয়মিত এরকম ঘটে না। কারন সে মাঝে মাঝে কাজ পায় না। তখন তাকে ও তার পরিবারকে অনেক কষ্ট করতে হয়, এমনকি অনাহারে থাকতে হয়।

দুঃখ-কষ্ট তার নিত্যদিনের সঙ্গী। তাছাড়া অনেকে তাদের সাথে দুর্ব্যবহার করে। কিন্তু দিনমজুরের সেবা কর্ম আমাদের এবং সমাজের জন্য অত্যন্ত অত্যাবশ্যক ও মূল্যবান। এসব বিবেচনা করে সরকারের পদক্ষেপ নেয়া উচিত যাতে সে মানবোচিত সুন্দর জীবনযাপন করতে পারে।

Leave a Comment