Here is the digital Bangladesh paragraph for HSC and SSC students with Bangla translation. You can achieve a good mark by writing this paragraph on your exam paper. For the convenience of the students, we’ve given here Digital Bangladesh paragraph in Bangla also.
Digital Bangladesh Paragraph for HSC & SSC
Bangladesh is an independent country but she is still burdened with poverty, over-population, unemployment, corruption, food shortage, natural calamity, electricity crisis, etc. Considering all these, the present Govt. has aimed at making a Digital Bangladesh to overcome most of those problems.
The actual aim of Digital Bangladesh is to establish technology-based digital governance which will emphasize the overall development of the country and the nation. If Digital Bangladesh is established, the people will be much benefited.
Corruption will be drastically reduced by enhancing accountability. It will save our time and money and will reduce our unemployment problem. It will connect the people of Bangladesh with the whole world socially, politically academically, economically, and culturally.
It will open doors for the people to improve banking and other financial activities of money and business transactions can be made within seconds by checking the mouse of a computer. Digital Bangladesh will highly benefit in agriculture, education, trade and commerce, and health sectors.
Digital Bangladesh Paragraph in Bangla
বাংলাদেশ একটি স্বাধীন দেশ কিন্তু দেশটি এখনো দারিদ্র, অধিক জনসংখ্যা, বেকারত্ব, দুর্নীতি, খাদ্য ঘাটতি, প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ সঙ্কট ইত্যাদিতে ভারাক্রান্ত। এ সকল দিক বিবেচনা করে বর্তমান সরকার এসব সমস্যার অধিকাংশ কাটিয়ে উঠার জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন।
তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশের প্রকৃত লক্ষ্য হচ্ছে প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল শাসন পদ্ধতি প্রতিষ্ঠিত করা যা দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নকে জোরদার করবে। যদি তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় তবে জনগণ অত্যন্ত উপকৃত হবে।
জবাবদিহিতা নিশ্চিত হলে দুর্নীতি কঠোরভাবে হ্রাস পাবে। এটা আমাদের সময় ও অর্থকে বাঁচাবে এবং আমাদের বেকার সমস্যার লাঘব করবে। এটা সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশের জনগণকে সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে সংযুক্ত করবে।
এটা জনগণকে তাদের অবস্থা উন্নয়নের দ্বার উন্মুক্ত করবে। এটা ব্যাংকিং ও অন্যান্য আর্থিক কার্যাবলীর উন্নয়ন সাধন করবে। টাকা হস্তান্তর ও ব্যবসায়িক আদান-প্রদান কম্পিউটারের মাউসের ক্লিকে কয়েক সেকেন্ডের মধ্যে করা যেতে পারে। তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ কৃষি, শিক্ষা, ব্যবসায়-বাণিজ্য ও স্বাস্থ্য দপ্তরকে অত্যন্ত উপকৃত করবে।